সংবাদ সংস্থা মুম্বই: এস.এস. রাজামৌলির বহু প্রতীক্ষিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ‘এসএসএমবি২৯’ নিয়ে দর্শকমহলে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পৃথ্বীরাজ সুকুমারনকে ঘিরে তৈরি হওয়া এই প্রজেক্ট এখন ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত বিষয়। কিন্তু এবার আরও বড় চমক! ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এবার জায়গা করে নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা আর. মাধবন।

 

সূত্রের খবর, এই চরিত্রটির জন্য প্রথমে এক প্রখ্যাত বলিউড অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে সেই কথাবার্তা আশাব্যঞ্জক হয়নি। আর তারপরেই রাজামৌলি সরাসরি মাধবনকে এই ছবির প্রস্তাব দেন—আর মাধবনও এক কথায় রাজি! কারণ এই চরিত্রে তিনি আগে কখনও অভিনয় করেননি, এবং সেটাই তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।

 

 

সূত্র আরও বলছে, ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক উইলবার স্মিথ-এর দু’টি অ্যাডভেঞ্চার উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে। ছবির চিত্রনাট্য অবশ্য লিখেছেন রাজামৌলির পিতা, বর্ষীয়ান চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদ। ফলে ছবিতে থাকবে বিশাল ক্যানভাস, ভৌগলিক বৈচিত্র্য, আর শ্বাসরুদ্ধকর সব অ্যাকশন! মহেশ বাবুকে দেখা যাবে এক প্রফেশনাল অ্যাডভেঞ্চারারের ভূমিকায়, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন একটি 'গ্রে শেডেড' ক্যারেক্টারে। পৃথ্বীরাজ সুকুমারন থাকছেন শক্তিশালী সাপোর্টিং রোলে।

 

সম্প্রতি ছবির একটি অ্যাকশন-প্যাকড শিডিউল হায়দরাবাদে শুট হয়েছে। এরপরেই পুরো ইউনিট গিয়েছে একটি ছোট্ট গ্রীষ্মকালীন বিরতিতে। ওড়িশা শিডিউলের সময় ছবির সেট থেকে কিছু গোপন ছবি ও ভিডিও লিক হয়ে যায়, যেটা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েন নির্মাতারা। এরপর থেকেই বাড়ানো হয়েছে সেটের নিরাপত্তা ব্যবস্থা।

 

তবে এখনও পর্যন্ত মাধবনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবুও ইন্ডাস্ট্রিতে জোর ফিসফাস—রাজামৌলির এই পদক্ষেপে ‘এসএসএমবি২৯’ ছবির স্টার ভ্যালু ও আন্তর্জাতিক আকর্ষণ বেড়ে যাবে অনেকটাই।